“নিখরচায় লাইন মারুন!” ফেস্টুন বিতর্ক মালদায়
“নিখরচায় লাইন মারুন!” এই বিতর্কিত ফেস্টুন খুলল পুরসভা। আজ দুপুরে পুরসভার পক্ষ থেকে রবীন্দ্র অ্যাভিনিউয়ে থাকা একটি হোর্ডিং থেকে বিতর্কিত এই ফেস্টুন খুলে ফেলা হয়।
অভিযোগ, শহর জুড়ে এধরণের ফেস্টুন দেওয়া হয়েছে। ফেস্টুনে কোনও কোম্পানির নাম নেই। শুধু লাল রংয়ের ওপরে সাদা অক্ষরে একটি বাক্য। লেখা রয়েছে “নিখরচায় লাইন মারুন!” এই লেখা চটুল প্রকৃতির বলে মনে করছেন শহরবাসীর একাংশ। একাধিক জায়গায় লাল রঙের হোর্ডিংয়ের এই লেখাগুলিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই অভিযোগ পেয়েই আজ দুপুরে রবীন্দ্র অ্যাভিনিউয়ে থাকা সেই ফেস্টুন খুলে ফেলা হয়।
পুরসভার বিজ্ঞাপন বিভাগে দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর পূজা দাস বলেন, কে বা কারা কি উদ্দেশ্যে ওই ফেস্টুনগুলো লাগিয়েছিল তা জানা যায়নি। তবে ফেস্টুনে যে ধরণের শব্দ ব্যবহার করা হয়েছে তা থেকে সমাজে খারাপ প্রভাব পড়তে পারে। সেই কারণে ফেস্টুন খুলে ফেলা হয়েছে।
[ আরও খবরঃ বর্ষা আসতেই আন্ডারপাসের কাজে গতি, ক্ষুব্ধ শহরবাসী ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言