top of page

পরিচর্যার অভাবে বিকল সাফাই মেশিন, টাকা অপচয়ের অভিযোগ পুরসভার বিরুদ্ধে

বছর তিনেক আগে পুরসভার রাস্তা সাফাইয়ের জন্য আধা স্বয়ংক্রিয় মেশিন কেনা হয়েছিল। আজ তা পুরসভার পরিবহন দপ্তরের গ্যারেজে অকেজো হয়ে পড়ে রয়েছে। দপ্তরের কর্মীদের দাবি, ব্যবহার না করার কারণেই মেশিন অকেজো হয়ে গিয়েছে। এনিয়ে জনগণের টাকা অপচয়ের অভিযোগ তুলেছেন পুরসভার বিরোধী দলনেতা। যদিও পুরসভার দাবি, এই শহরের জন্য উপযোগী না হওয়ায় ওই মেশিন ব্যবহার করা হচ্ছে না।


২০২১ সালে ইংরেজবাজার পুরসভার তৎকালীন প্রশাসক সুরেশ-চন্দ্র রানো শহরের রাস্তা সাফাইয়ের জন্য দুটি আধা স্বয়ংক্রিয় সাফাই মেশিন রাস্তায় নামান। পাঁচ লক্ষ টাকা ব্যয়ে দুটি মেশিন কেনা হয়েছিল। আজ সেই মেশিন পুরসভার পরিবহন দপ্তরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে।


এনিয়ে পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি জানান, ২০২১ সালে শহরের রাস্তা পরিষ্কারের জন্য পুরসভা দুটি সাফাই মেশিন কিনেছিল। পরিচর্যার অভাবে সেই মেশিনগুলো এখন অকেজো হয়ে পড়ে রয়েছে। এই মেশিনগুলো জনসাধারণের ট্যাক্সের টাকায় কেনা হয়েছিল। এক কথায় জনসাধারণের টাকার অপচয় করছে পুরসভা।





পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ওই সাফাই মেশিন মালদা শহরের জন্য প্রযোজ্য নয়। এই মেশিন দিয়ে শহরের ম্যাসটিক রোড সাফাই করা যাবে না। পুরসভার প্রশাসক থাকাকালীন মহকুমাশাসক হয়তো কারো পরামর্শে এই মেশিন কিনে ফেলেছিলেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page