top of page

ঘুমন্ত প্রৌঢ়কে কুপিয়ে খুন, আক্রান্ত স্ত্রীও

তৃণমূল নেতা খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বাড়ি ঢুকে এক প্রৌঢ়কে কুপিয়ে খুনের অভিযোগ হরিশ্চন্দ্রপুরে। কোপানো হয়েছে তাঁর স্ত্রীকেও। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


মৃত প্রৌঢ়ের নাম জসিমুদ্দিন আহমেদ। বাড়ি হরিশ্চন্দ্রপুরের কুশলপুর গ্রামে৷ পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন জসিমুদ্দিন সাহেব ও তাঁর স্ত্রী সাহানা বিবি। অভিযোগ, ঘুমন্ত অবস্থাতেই তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর একাধিকবার কোপ মারা হয়৷ চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জসিমুদ্দিন সাহেবের।


প্রতীকী ছবি।

এক গ্রামবাসী তৈমুর রহমান জানান, জসিমুদ্দিনের জামাই নাকি ওকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। ওর মেয়ে ভালোবেসে বিয়ে করেছিল৷ কিন্তু বিয়ের পর মেয়ের উপর অত্যাচার চালাত স্বামী৷ সেই কারণে মেয়ে বাবার বাড়ি চলে আসে৷ আর স্বামীর কাছে যায়নি৷ এরই মধ্যে জসিমুদ্দিন জামাইয়ের বিরুদ্ধে মামলা করে৷ এরপর থেকেই ওর জামাই ওকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছিল। আমরা চাই, পুলিশ দোষীদের খুঁজে বের করে শাস্তি দিক।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page