জমি বিবাদের জেরে কুপিয়ে খুনের অভিযোগ
জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতদের একজন বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। আজ সকালে ঘটনাটি হয়েছে মোথাবাড়ি থানার চক প্রতাপপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী।
মৃত ব্যক্তির নাম বদরুজ্জোহা (৫৩)। বাড়ি চক প্রতাপপুর গ্রামে টিটাহিপাড়ায়। পরিবারের অভিযোগ, বাড়ি সংলগ্ন ২০ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশীদের সঙ্গে বিবাদ চলছিল বদরুজ্জোহা সাহেবের। বদরুজ্জোহা সাহেবের প্রতিবেশী তথা দূর সম্পর্কের আত্মীয়রা সেই জমি দীর্ঘদিন ধরে দখল করার চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ। আজ সকালেও সেই জমি দখল করা নিয়ে দুই পক্ষের বিবাদ বাঁধে। অভিযোগ, বাধা দেওয়ায় বদরুজ্জোহাকে বেধড়ক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারা হয়। বদরুজ্জোহাকে বাঁচাতে এসে আক্রান্ত হন দুই ভাইপো তৌসিফুল হাসান ও মামুন হাসান৷ স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তড়িঘড়ি তিনজনকে উদ্ধার করে মালদা মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা বদরুজ্জোহাকে মৃত ঘোষণা করেন৷ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন তৌসিফুল।
বদরুজ্জোহা সাহেবের এক আত্মীয় জানান, আজ সকালে ওরা বাড়ি করার জন্য রাজমিস্ত্রি নিয়ে আসে। বদরুজ্জোহা সাহেব ওদের কাগজ দেখাতে বলেন। কিন্তু ওরা তাতে রাজি হয়নি। এনিয়ে বচসা বেধে যায়। হঠাৎ ওরা ধারালো অস্ত্র এনে কোপাতে শুরু করে। বাধা দিতে গেলে ওরা দুই ভাইপোর ওপরও হামলা চালায়।
মোথাবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments