Search
স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে খুন গৃহবধূকে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 14, 2020
- 1 min read
Updated: Sep 26, 2020
অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার হজরত এলাকায়। মঙ্গলবার সকালে বৈষ্ণবনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
মৃত মহিলার নাম জয়ন্তী মণ্ডল। ১০ বছর আগে পেশায় লরিচালক গণেশ মণ্ডলের সঙ্গে বিয়ে হয় জয়ন্তীর। অভিযোগ, বিয়ের কয়েকবছর পরে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরে গণেশ। স্ত্রী জয়ন্তী মণ্ডল বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে তাঁকে একাধিকবার মারধর করে গণেশ। গতকাল রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে গণেশ। এরপরেই শ্বাসরোধ করে নাটকীয় কায়দায় গলায় ফাঁস লাগিয়ে জয়ন্তীকে খুন করার অভিযোগ উঠেছে গণেশের বিরুদ্ধে। আজ সকালে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মালদা মেডিকেল কলেজে পাঠায়। মৃতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments