top of page

খুন করে বধূর দেহ চুপিসারে কবর দেওয়ার চেষ্টা


Murder wife and trying burying body secretly
সাইফুল সহ বাড়ির পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে

পণের দাবিতে এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে৷ এই ঘটনায় স্বামী সহ পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙা গ্রামপঞ্চায়েতের মেহেরাপুর গ্রামে৷


মৃত গৃহবধূর নাম খাইরুন বিবি (৩২)৷ বাড়ি ইংরেজবাজারের কাজিগ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, নয় বছর আগে পুরাতন মালদার মেহেরপুর গ্রামের সাইফুল আলির সঙ্গে তাঁর বিয়ে হয়৷ সাইফুল শ্রমিকের কাজ করেন। অভিযোগ, বিয়ের পর মাঝেমধ্যেই খাইরুনকে বাবার কাছ থেকে টাকা আনার জন্য চাপ দিত শ্বশুরবাড়ির লোকজন৷ কয়েকবার টাকা দিয়েছিলেন খাইরুনের পরিবারের লোকজন৷ কিন্তু তারপরেও টাকার দাবি কমেনি। পরবর্তীতে আর টাকা না দিতে পারায় খাইরুনের শ্বশুরবাড়িতে অশান্তি লেগে থাকত।


খাইরুনের বাবা মজলুম মোমিন জানান, মাস তিনেক আগে শ্বশুরবাড়ির লোকজন বিষ খাইয়ে খাইরুনকে খুন করার চেষ্টা করে৷ সে যাত্রায় মেয়ে বেঁচে যায়৷ গতকাল রাতে ওরা খাইরুনকে শ্বাসরোধ করে খুন করে৷ পুলিশে খবর না দিয়ে ওরা মেয়ের মৃতদেহকে স্নান করিয়ে ঘরের মধ্যে মাটি খুঁড়ে চুপিসারে কবর দেওয়ার উদ্যোগ নেয়৷ ওই গ্রামের লোকজন মারফত বিষয়টি তিনি জানতে পারেন। গ্রামের লোকজন পুলিশেও খবর দেয়। পরিস্থিতি বেগতিক দেখে খাইরুনের শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। আজ মালদা থানায় সাইফুল সহ ওদের বাড়ির পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷





মালদা থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে। অভিযুক্তদের খোঁজে পুলিশি তল্লাশি শুরু করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page