top of page

মাছ ধরতে গিয়ে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর

গঙ্গায় মাছ ধরতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম ভুটন চৌধুরি (৩০)। তিনি মোথাবাড়ির বাঙিটোলা গ্রামপঞ্চায়েতের জোতকস্তুরি এলাকার বাসিন্দা।


Mysterious-death-of-fisherman-while-fishing
নদীতে তল্লাশি চালিয়ে প্রায় দু'ঘণ্টা পর উদ্ধার হয় ভুটনের দেহ

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় টিনের ছোটো ডোঙা নিয়ে গঙ্গানদীর কামালতিপুর ঘাটের কাছে মাছ ধরছিলেন তিনি। তাঁর সঙ্গে নদীতে মাছ ধরছিলেন আরও কয়েকজন জেলে। সোমবার রাতে তাঁর ডোঙাটি নদীতে উলটানো অবস্থায় দেখতে পান তাঁর সঙ্গীরা। নদীতে তল্লাশি চালিয়ে প্রায় দু'ঘণ্টা পর উদ্ধার হয় ভুটনের দেহ। তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাঁতার জানা সত্ত্বেও কীভাবে ভুটবাবুর মৃত্যু হল তা নিয়ে ধন্দে পরিবারের লোকজন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page