top of page

তাপপ্রবাহ থেকে বাঁচতে ছাউনির তলায় নমাজ হবে মালদা শহরে

তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে মালদা। এরই মধ্যে আগামীকাল পালিত হবে খুশির ইদ। আবহাওয়া দফতরের পক্ষ জানানো হয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়া এইরকমই থাকবে। সঙ্গে বইতে পারে লু। পরিস্থিতি বিচার করে এই প্রথম ছাউনির তলায় ইদের নমাজ পাঠ হতে চলেছে মালদায়। প্রাণ বাঁচাতে এমনই সিদ্ধান্ত নিয়েছে মালদা শহরের প্রধান ইদগাহ কমিটি৷


আগামীকাল সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় প্রচুর মানুষ সমবেত নমাজে অংশ নেবেন৷ সুজাপুর ইদগাহ ময়দানে লক্ষাধিক মানুষের জমায়েত হবে৷ মালদা শহরের সবচেয়ে বড়ো ইদাগাহে নমাজ পাঠে অংশ নেবেন ২০ হাজার মানুষ৷ ইতিমধ্যে ইদগাহে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷


আটকোশিয়া আঞ্জুমান আকবরিয়া মালদা শহর মুসলিম কমিটির সম্পাদক মোহম্মদ আসিফ হোসেন জানান, প্রচণ্ড দাবদাহ চলছে৷ তাই এবার ছাউনির নীচে ইদের নমাজের ব্যবস্থা করা হচ্ছে৷ শনিবার কমিটির তরফে ওআরএস, পানীয় জলের ব্যবস্থা করা হবে৷ নমাজ পড়তে গিয়ে গরমে অনেকে অসুস্থ হতে পারেন, সেই কারণে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।


Namaz-under-canopy-in-Malda-to-escape-heat
ইদের প্রস্তুতি চলছে। সংবাদচিত্র।

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান,

এই তাপপ্রবাহের মধ্যে আগামীকাল ইদের নমাজ পাঠ করবেন সংখ্যালঘু ভাইয়েরা। প্রতিটি নমাজের জায়গায় পানীয় জলের ট্যাংকার রাখার ব্যবস্থা করা হচ্ছে৷ নমাজিদের বিশ্রাম নেওয়ার জন্য শেডের ব্যবস্থা করা হচ্ছে৷ কেউ অসুস্থ হলে পড়লে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সও থাকবে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page