পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল নরহাট্টায়
ভিনরাজ্যে কাজে গিয়ে আবারও মৃত্যু হল মালদার শ্রমিকের। আজ মৃত শ্রমিকের কফিনবন্দি দেহ বাড়িতে ফিরতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রামপঞ্চায়েতের সাতঘরিয়া গ্রামের বাসিন্দা হাইউল শেখ (২৬)। বাবা-মা নাজিমুদ্দিন শেখ ও লেখা বিবি দীর্ঘদিন ধরে অসুস্থ। কাজের খোঁজে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে রেখে কর্ণাটকে টাওয়ারের কাজ করতে গিয়েছিলেন হাইউল। বাংলা নববর্ষের দিন সেফটি বেল্ট ছিঁড়ে উঁচু টাওয়ার থেকে মাটিতে আছড়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁর। আজ সকালে হাইউলের মৃতদেহ গ্রামে এসে পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দা মহিদুর রহমান বলেন, এই এলাকার ৫০ জনেরও বেশি শ্রমিক ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মারা গিয়েছেন। পশ্চিমবঙ্গে কাজ নেই। কাজের জন্য জীবনের ঝুঁকি নিয়েও গ্রামের যুবকদের ভিনরাজ্যে যেতে হয়। তৃণমূল ১১ বছর ধরে রাজ্যের ক্ষমতায় রয়েছে। এই সময়ে তারা কি একটাও কারখানা খুলতে পেরেছে? ১০০ জনকেও কাজ দিতে পেরেছে? এসব মৃত্যুর সম্পূর্ণ দায় রাজ্য সরকারের।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments