top of page

চিকেনের দাম কমাতে উদ্যোগ প্রাণীসম্পদ দফতরের

চিকেন পছন্দ আপনার? সুখবর দিচ্ছে, প্রাণীসম্পদ দফতর। পুজো পর থেকেই বাজার থেকে কমদামে মুরগির মাংস দিতে চলেছে প্রাণী সম্পদ দফতরের অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড।


প্রাণী সম্পদ দফতর সূত্রে জানা গিয়েছে, হরিণঘাটা ও উত্তরবঙ্গের ফাঁসিদাওয়াতে মিটপ্ল্যান্ট আছে। সেখানকার উৎপাদিত মাংস মালদায় নির্মীয়মাণ হিমঘরে নিয়ে আসা হবে। বিভিন্ন ফ্র্যানচাইজির মাধ্যমে কিছু বেকার যুবক-যুবতিদের দিয়ে সাধারণ মানুষের কাছে সেই মাংস পৌঁছে দেওয়া হবে। এতে কিছু মানুষ স্বাবলম্বী হবেন।



জেলা প্রাণীসম্পদ দফতরের ডেপুটি ডিরেক্টর উৎপল কুমার কর্মকার জানান, হরিণঘাটা, ফাঁসিদেওয়া থেকে উৎপাদিত মাংস মালদায় এনে হিমঘরে রাখা হবে। এখানে মাংসের পাশাপাশি মাংস জাতীয় বিভিন্ন সামগ্রী থাকবে। সেগুলো সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। বাজার থেকে মানুষ অনেক কমদামে মুরগির মাংস কিনতে পারবেন। প্রায় দেড় কোটি টাকার অর্থ ব্যয়ে মালদা শহরের পোল্ট্রি ফার্ম এলাকায় এই হিমঘরটি তৈরি হচ্ছে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। এই হিমঘরে ৩০ মেট্রিকটন চিকেন মজুত থাকবে। আশা করা যাচ্ছে পুজোর পর থেকেই মালদার মানুষ সুলভ মূল্যে মাংস পেতে চলেছেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page