top of page

মেডিকেল কলেজ পরিদর্শনে নতুন জেলাশাসক

দায়িত্ব নেওয়ার পরেই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন নতুন জেলাশাসক তথা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিতিন সিংহানিয়া। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি ও মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।


জেলাশাসক জানান, আজ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি। মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিকাঠামো কীভাবে আরও ভালো করা যায়, সাধারণ মানুষকে কীভাবে আরও উন্নত পরিসেবা দেওয়া যায় সেই বিষয়গুলি নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।



মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, আজ জেলাশাসক মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখেন। বর্ষার সময় মেডিকেল কলেজ চত্বরে জল জমা হওয়ার একটা সমস্যা রয়েছে। বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Yorumlar


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page