Search
কুম্ভিরায় পুলিশের নতুন আউটপোস্ট চালু
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 30, 2021
- 1 min read
বৈষ্ণবনগর এলাকার বাসিন্দাদের আরও ভালো পরিষেবা দিতে পুলিশের নতুন আউটপোস্ট চালু করা হল। আজ কুম্ভিরা আউটপোস্টের উদ্বোধন করেন জেলা পুলিশসুপার অলোক রাজোরিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশসুপার (গ্রামীণ) অনীশ সরকার, ডেপুটি পুলিশসুপার (হেডকোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার সহ থানার আইসি ও ওসিরা।
পুলিশসুপার জানান, সাধারণ মানুষের সুবিধার জন্য এই আউটপোস্ট করা হয়েছে। এখন থেকে সাধারণ মানুষ এই আউটপোস্টে নিজেদের অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি পারদেওনাপুরে আরও একটি আউটপোস্ট করার চিন্তাভাবনা করা হচ্ছে।
[ আরও খবরঃ চালু হচ্ছে বাস পরিসেবা, গুনতে হবে বাড়তি ভাড়া ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments