top of page

রামকেলিতে দুই কোটি ব্যয়ে তিনটি ঢালাই রাস্তার শিলান্যাস

মালদা জেলার গৌড়ে অবস্থিত প্রসিদ্ধ বৈষ্ণব তীর্থ রামকেলিতে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একাধিক রাস্তার শিলান্যাস করা হল বুধবার। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, বিডিও সৌগত চৌধুরি, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মণ ঘোষ, মহদীপুর গ্রামপঞ্চায়েতের প্রধান কৃষ্ণা সুতার সহ অন্যান্যরা।


বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জানান, ঐতিহাসিক এই রামকেলি ধামে আজ প্রায় দুই কোটি টাকা ব্যয়ে তিনটি ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করা হল। ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরি জানান, মহদীপুর গ্রামপঞ্চায়েতের এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাগুলির। সেই মতো আজ শিলান্যাস করা হল।


Nihar Ranjan Ghosh has laid the foundation stone for ramkeli roads in malda
"পুজোর আগেই এই তিনটি রাস্তার কাজ শুরু হবে"

ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি দীপিকা বর্মণ ঘোষ বলেন, হাবাস খানাঘাট একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এখানে রামকেলি উৎসবের সময় প্রচুর ভক্তের আনাগোনা হয়ে থাকে। আজ এই রাস্তাটিরও শিলান্যাস করা হল। এলাকাবাসীদের দীর্ঘ বছরের দাবি ছিল এই রাস্তাগুলোর। পুজোর আগেই এই তিনটি রাস্তার কাজ শুরু হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page