নবম শ্রেণির ছাত্রীর গলাকাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য
রেল লাইনের ধার থেকে ছাত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগরে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ছাত্রীর নাম প্রিয়াঙ্কা মণ্ডল (১৬)। বাড়ি বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাজনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল প্রিয়াঙ্কা। গতকাল সন্ধেয় টিউশন পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় প্রিয়াঙ্কা। তারপর থেকেই নিখোঁজ ছিল সে। আজ সকালে মহাজনটোলা গ্রামর নতুন ১৬ মাইল এলাকায় রেল লাইনের ধার থেকে প্রিয়াঙ্কার গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেলের মর্গে পাঠায়।
প্রিয়াঙ্কার মা শেফালি মণ্ডল জানান, মেয়ের সঙ্গে ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র পার্থর সম্পর্ক ছিল। অন্য কোনও ছেলের সঙ্গে মেয়ে মিশত না। গতকাল সন্ধেয় টিউশন পড়ার নামে বাড়ি থেকে বেরোয় মেয়ে। রাতে আর বাড়ি ফিরে আসেনি। খোঁজ নিয়ে জানতে পারি, মেয়ে গৃহশিক্ষকের কাছে যায়নি। আজ সকালে মেয়ের গলাকাটা দেহ উদ্ধার হয়। তাঁর ধারণা, মেয়েকে পার্থ খুন করেছে।
[ আরও খবরঃ দুষ্কৃতীদের বাধা দেওয়ায় আক্রান্ত সিভিক ভলান্টিয়ার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות