top of page

নেই চিকিৎসক, পরিসেবা না পেয়ে বিক্ষোভ হরিশ্চন্দ্রপুরে

হাসপাতাল ভবন রয়েছে, অথচ নেই স্থায়ী চিকিৎসক। চিকিৎসা পরিসেবার অভাবে মারা যাচ্ছে বহু প্রাণী বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অবিলম্বে চিকিৎসকের দাবিতে প্রাণী সম্পদ দফতরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর পশু চিকিৎসালয়ে দীর্ঘ দুই বছর ধরে চিকিৎসক নেই। হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের প্রাণী-সম্পদ আধিকারিক এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন। স্থানীয় পঞ্চায়েতের প্রাণী-সম্পদ কর্মীকে দিয়ে কোনোরকমে পশুদের চিকিৎসার কাজ করানো হচ্ছিল। কিন্তু তিনিও পদোন্নতি পেয়ে অন্য জায়গায় বদলি হয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে থমকে গিয়েছে পশু চিকিৎসা পরিসেবা। বিষয়টি মেনে নিয়েছেন প্রাণী-সম্পদ আধিকারিক সুজয় তামাং। অবিলম্বে চিকিৎসকের দাবিতে আজ প্রাণী সম্পদ দফতরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,

পশু চিকিৎসা করাতে এসে বারবার ঘুরে যেতে হচ্ছে। হাসপাতালে চিকিৎসক না থাকায় ভেঙে পড়েছে চিকিৎসা পরিসেবা। চিকিৎসার অভাবে গোরু-ছাগল মারা যাচ্ছে। অবিলম্বে হাসপাতালে স্থানীয় চিকিৎসকের দাবি তুলেছেন তাঁরা।


প্রাণী-সম্পদ আধিকারিক সুজয় তামাং জানান, স্থায়ী চিকিৎসক না থাকায় পরিসেবায় সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page