Search
টানা চারদিন বিদ্যুৎ নেই, রাস্তা আটকাল গ্রামবাসী
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 22, 2019
- 1 min read
Updated: Sep 12, 2020
তীব্র গরমে এলাকায় চারদিন ধরে বিদ্যুৎ না থাকায় অবরোধ করে বিক্ষোভ দেখালেন মিলকি গ্রাম পঞ্চায়েত এলাকার আটগামার বাসিন্দারা। ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে মিলকি ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত চারদিন ধরে ট্রান্সফরমার বিকল হয়ে এলাকায় বিদ্যুৎ নেই। তীব্র গরমে চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোনো ফল মেলেনি বাধ্য হয়ে আজ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মিলকি ফাঁড়ির পুলিশ। পরে, দ্রুত বিদ্যুৎ সংযোগের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।
Comments