top of page

ধর্ষণ কাণ্ডে অভিযোগ প্রত্যাহারের হুমকি, পুলিশি নিষ্ক্রীয়তার অভিযোগ

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত। বিচার চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ ওই নির্যাতিতা ও তার পরিবারের লোকজন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুখুরিয়া থানার মহারাজপুর এলাকায়।



ওই নির্যাতিতা নাবালিকার আইনজীবী মৃত্যুঞ্জয় দাস বলেন, সাড়ে সাত মাস আগে মূক ও বধির প্রতিবন্ধী ওই নাবালিকাকে ফুঁসলিয়ে ধর্ষণ করে জহরুল হক নামে এক যুবক। গত ১৫ অক্টোবর পুলিশ পকসো আইনে মামলা রুজু করে। কিন্তু প্রতিবন্ধী আইনের ধারা এই মামলায় যোগ করা হয়নি। গ্রেফতার হয়নি মূল অভিযুক্ত। এদিকে, প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য অভিযুক্ত পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্ত জহরুল আরেক নাবালিকাকে বিয়ে করেছে। অথচ পুলিশের কোনও ভূমিকা তাঁরা দেখতে পাচ্ছেন না। বাধ্য হয়ে নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের লোকজন পুলিশ প্রশাসনের কাছে বিচার চাইতে এসেছেন।


ওই নির্যাতিতা নাবালিকার বাবা জানান, আমার মেয়ে কথা বলতে পারে না কানেও শুনতে পায় না। এই দুর্বলতার সুযোগ নিয়ে মেয়েকে ধর্ষণ করেছিল প্রতিবেশী জহুরুল হক। মেয়ের গর্ভে সন্তান আসার পর বিষয়টি জানতে পারি। আমার নাবালিকা মেয়ে এখন সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেছি। অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে জহরুলের পরিবার। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। বাধ্য হয়ে বিচার চেয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি।


প্রতীকী ছবি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page