জেলা পরিষদের একই আসনে মনোনয়ন স্বামী-স্ত্রীর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 15, 2023
- 1 min read
Updated: Jun 16, 2023
জেলা পরিষদের একই আসনে মনোনয়ন জমা দিলেন স্বামী-স্ত্রী। আলাদা আলাদ দলের হয়ে নয়, একই দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন শাসকদলের বিধায়ক ও তাঁর স্বামী।
উল্লেখ্য, গতকাল থেকেই বৈষ্ণবনগরের ৪৩ নম্বর জেলা পরিষদের আসনে শাসকদলের প্রার্থী কে হবেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল। দলের তরফে পরিষ্কার করে নাম জানানো হয়নি কোনও প্রার্থীর। অবশেষে মনোনয়নের শেষ দিনে ওই আসনে মনোনয়ন জমা করেছেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার ও তাঁর স্বামী পরিতোষ সরকার।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বামী-স্ত্রীর কেউ একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলেননি। তবে স্বামী-স্ত্রী দুজনে আলাদা আলাদা এসে মনোনয়ন দাখিল করেছেন। চন্দনাদেবী জানান, দলের তরফে ওই আসনে স্বামীর নাম ঘোষণা করা হয়েছে। স্বামীর শারীরিক অবস্থা ভালো না থাকায় দলের সঙ্গে আলোচনা করেই মনোনয়ন দাখিল করেছেন তিনি। দল যা নির্দেশ দেবে তা মেনে নেবেন তিনি। এদিকে, পরিতোষবাবুও একই দাবি করেছেন। তিনি জানান, দলে ওই আসনে তাঁকে প্রার্থী ঘোষণা করেছে। তবে তিনি চান ওই আসনে তাঁর স্ত্রী প্রার্থী হোক। তাই তাঁরা স্বামী-স্ত্রী মনোনয়ন জমা করেছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti