প্রথম দিনেই মনোনয়ন জমা দিলেন হরিশ্চন্দ্রপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী
আজ থেকে শুরু হল সপ্তম ও অষ্টম দফার নির্বাচনের মনোনয়ন পর্ব। প্রথম দিনেই মনোনয়ন জমা দিলেন হরিশ্চন্দ্রপুরের সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম৷ চাঁচল মহকুমাশাসকের দফতরে তিনি নিজের মনোনয়ন পেশ করেন৷
১৯৯৬ সাল থেকে হরিশ্চন্দ্রপুর আসনে কংগ্রেসের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোস্তাক আলম৷ ২০০১ ও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জয় পান তিনি৷ এনিয়ে ষষ্ঠবার ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মোস্তাক সাহেব।
মনোনয়ন জমা দিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল লুটেরার সরকার৷ ক্ষমতায় আসার পরেই বাম ও কংগ্রেসের শক্ত ঘাঁটিগুলিতে লুঠ চালাচ্ছে৷ তবে এভাবে বাম-কংগ্রেসকে মিটিয়ে ফেলা যায় না৷ হরিশ্চন্দ্রপুর চিরদিনই বাম-কংগ্রেসের গড়৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনগুলিতেও তার প্রমাণ মিলেছে৷ এবার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি দু’বার বামফ্রন্টের প্রার্থী হয়ে ভোটে জেতার পর তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন৷ এসব দলবদলুদের মানুষ কখনও ভালো চোখে দেখে না৷
হরিশ্চন্দ্রপুরে এবার ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিতে পারে বলে রাজনৈতিক জল্পনা প্রসঙ্গে মোস্তাক সাহেব বলেন, এসব তৃণমূলের বাজারি গল্প৷ সংযুক্ত মোর্চার আহ্বায়ক ও রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বোস ইতিমধ্যেই জোটের তিন দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রার্থী সম্পর্কিত সব কিছু চূড়ান্ত করেছেন৷ এসব গল্প বাজারে ছড়িয়ে তৃণমূলের কোনও লাভ হবে না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários