ইলেকট্রিক বাস নিয়ে চিন্তাভাবনা উত্তরবঙ্গ পরিবহন নিগমের
কালিয়াচক থেকে কলকাতা যাওয়ার জন্য রকেট বাস, মালদা শহরের জন্য সিটি বাস সহ একাধিক পরিকল্পনার কথা তুলে ধরলেন জানালেন উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান প্রার্থপ্রতিম রায়। পাশাপাশি সরকার ইলেকট্রিক বাস নিয়েও ভাবনা চিন্তা করছে বলে জানান তিনি।
আজ ইংরেজবাজারের গৌড়কন্যা বাস টার্মিনাস পরিদর্শনে যান উত্তরবঙ্গ পরিবহন নিগমের চেয়ারম্যান প্রার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন মালদহ ডিপো ইনচার্জ গৌতম ধর সহ অন্যান্য আধিকারিকরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, মন্ত্রী সাবিনা ইয়াসমিন কালিয়াচক থেকে কলকাতার রকেট বাসের জন্য বলেছিলেন। শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সিটি বাসের জন্য প্রস্তাব দিয়েছিলেন। বিষয়গুলি নিয়ে তাঁরা ভাবনা-চিন্তা করছেন। নতুন করে ড্রাইভার, কনডাক্টর নিয়োগ হলে নালাগোলা রুটে আরও বেশি বাস চালানোর কথা হচ্ছে। একটি দোতলা বাস খারাপ হয়ে রয়েছে। তা ঠিক হলে মালদাতে দোতলা বাস চালানোর কথা ভাবা যেতে পারে। তবে সরকার এখন সিএনজি ও ইলেকট্রিক বাস নিয়ে চিন্তাভাবনা করছে। সেই বাসগুলো সমস্ত ডিপোতে ছড়িয়ে দেওয়া হবে। আজ গাজোল থেকে মাথাভাঙা ও গাজোল থেকে কোচবিহার দুটি রুটের বাসের উদ্বোধন করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
コメント