top of page

মহাকুম্ভে বিপর্যয়ের কবলে পড়ে নিখোঁজ মালদার বৃদ্ধা

মহাকুম্ভে গিয়ে বিপর্যয়ের কবলে পড়ে নিখোঁজ মালদা শহরের এক বৃদ্ধা। বৃদ্ধার খোঁজে সঙ্গে থাকা লোকজন এখন ছুটছেন হাসপাতালগুলিতে। এদিকে ওই বৃদ্ধার নিখোঁজ হওয়ার খবরে চিন্তায় দিন কাটছে পরিবারের লোকজনের।


নিখোঁজ বৃদ্ধার নাম অনিতা ঘোষ (৬০)। বাড়ি মালদা শহরের উত্তর কৃষ্ণপল্লি ভাঙাপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার অনিতাদেবী আত্মীয়স্বজনদের সঙ্গে কুম্ভমেলার উদ্দেশ্যে রওয়ানা দেন। মঙ্গলবার রাতে তাঁরা সেখানে পৌঁছন। সেখানে ব্যারিকেড ভেঙে লোক ঢুকতে শুরু করায় ভিড়ে ছন্নছাড়া হয়ে যায় সকলে। কয়েক ঘণ্টার মধ্যে বাকিরা একত্রিত হলেও এখনও খোঁজ মেলেনি অনিতাদেবীর।



অনিতাদেবীর পুত্রবধূ অষ্টমী ঘোষ বলেন, শাশুড়ি দিদিদের মহাকুম্ভে গিয়েছিলেন। সোমবার সকালে গাড়িতে করে ওনারা রওয়ানা দেয়। মঙ্গলবার দুপুরে শাশুড়ির সঙ্গে কথা হয়েছিল। তখনও ওনারা পৌঁছননি। রাতে যখন দিদি-শাশুড়িরা ঘাটে পৌঁছে গিয়েছিলেন সেই সময়ই বিপর্যয় ঘটে। তাতেই সকলে ছন্নছাড়া হয়ে পড়েন। এক-দুই ঘণ্টা পর পর সকলে একত্রিত হলেও এখনও শাশুড়ির খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় থানায় জিডি করা হয়েছে। পুলিশ সহযোগিতা করছে। স্থানীয় হাসপাতাল, ঘাটে শাশুড়িকে খোঁজা হয়েছে। কিন্তু কোনও খোঁজ মেলেনি। দূরে আরও একটি হাসপাতাল রয়েছে সেখানে শাশুড়ির খোঁজ চালানো হচ্ছে। আমরা খুব চিন্তায় রয়েছি। আশা করছি দ্রুত ওনাকে খুঁজে পাওয়া যাবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

留言


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page