গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 18, 2022
- 1 min read
এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায়। এই ঘটনায় স্বামী সহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত গৃহবধূর নাম অর্চনা চৌধুরি দাস। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন মাস আগে ইংরেজবাজার থানার বিশ্বনাথ মোড়ের বাসিন্দা সায়ন দাসের সাথে দ্বিতীয় বিয়ে করেন ওই গৃহবধূ। কর্মসূত্রে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় ভাড়া থাকতেন তাঁরা। অভিযোগ, বিয়ের পর থেকে পারিবারিক নানা কারণে স্বামী সহ তার বাবা-মা গৃহবধূর ওপর অত্যাচার চালাত। সোমবার রাতে ওই গৃহবধূকে ব্যাপক মারধর করার পর শ্বাসরোধ করে ঝুলিয়ে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। আজ সকালে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ পুরভোটের আগে আগ্নেয়াস্ত্র মজুতের চেষ্টা! উঠছে প্রশ্ন ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments