top of page

অসুস্থ ছেলে লকডাউনে আটকে মুম্বইয়ে, আত্মঘাতী বাবা

Updated: Sep 30, 2020

এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদায়। মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মালদা থানার পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।


Old Malda Man Committed Suicide In Lockdown
লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিল সানাউল্লাহ

মৃত ব্যক্তির নাম সানাউল্লাহ শেখ (৪৭)। বাড়ি পুরাতন মালদার যাত্রাডাঙা অঞ্চলের হালনা মোহম্মদপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউনে কর্মহীন হয়ে পড়েছিল সানাউল্লাহ। তাঁর একমাত্র ছেলে অসুস্থ, লকডাউনে মুম্বইয়ে আটকে রয়েছে। একদিকে অভাব অন্যদিকে ছেলের শারীরিক অসুস্থতা নিয়ে মানসিকভাবে অবসাদে ভুগছিলেন সানাউল্লাহ সাহেব। স্থানীয় বাসিন্দাদের দাবি, মানসিক অবসাদের কারণেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সানাউল্লাহ সাহেব।


মালদা থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।


টপিকঃ #Lockdown #Suicide

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page