বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মৃত্যু প্রৌঢ়ের, গাফিলতির অভিযোগ
বিদ্যুতের পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রৌঢ়ের মৃত্যু। বিদ্যুৎ দফতরের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র তীব্র চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার অন্তর্গত সারাফতটোলা এলাকায়।
মৃত ওই প্রৌঢ়ের নাম সিদ্দিকী শেখ (৬০)। বাড়ি মোথাবাড়ির সারাফতটোলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বুধবার বিদ্যুৎ দফতরের কর্মীরা কাজ করে যাওয়ার পর বিদ্যুতের তার ছেঁড়া অবস্থায় পড়ে থেকে যায়। আজ সকালে সেই তারে সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় মোথাবাড়ি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
[ আরও খবরঃ নাবালিকা ধর্ষণ কাণ্ডে তদন্তে মালদায় সিবিআই ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios