মানিকচকে বৃদ্ধা মহিলাকে মারধর করে জমি দখলের চেষ্টা
বৃদ্ধা মহিলাকে মারধর করে জমি জবর দখলের চেষ্টার অভিযোগ উঠল মানিকচকে। এই ঘটনায় মানিকচক থানায় চারজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত বৃদ্ধার নাম সম্পতি মণ্ডল (৬০)। বাড়ি মানিকচকের ধরমপুর অঞ্চলের নিউ কদমতলি এলাকায়। জানা গিয়েছে, তাঁদের দুই বিঘা জমি নদীর তীরবর্তী এলাকায় রয়েছে। সেই জমিতে চাষ করেন ভাগচাষী আক্কাস শেখ। বৃহস্পতিবার সেই জমি দেখতে যান সম্পতিদেবী। অভিযোগ, সেই সময় প্রতিবেশীরা বৃদ্ধাকে মারধর করতে থাকে। তিনি অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। খানিক সময় পরে জমিতে যান আক্কাস সাহেব। তিনি সম্পতিদেবীকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভরতি করেন।
সম্পতিদেবী জানান, সেরাজুল হক, আবদুল হালিমের সঙ্গে বিবাদ রয়েছে আক্কাসের। সেই বিবাদের জেরে আক্কাসের চাষ বন্ধ করতে জোরপূর্বক জমি দখল নিতে চাইছে ওরা। রাজি না হওয়ায় তাঁকে মারধর করে প্রতিবেশীরা। সমস্ত ঘটনা জানিয়ে তিনি মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন।
[ আরও খবরঃ হরিশ্চন্দ্রপুরে ব্যবসায়ী অপহরণে অভিযুক্ত তৃণমূল নেতা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments