top of page

ট্রেনের ধাক্কায় মৃত বৃদ্ধা, দেহ উদ্ধার ১২ কিমি দূরে

রেললাইন পারাপার করতে গিয়ে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন বৃদ্ধার দেহ। শনিবার দুপুরে মালদা শহরের মালঞ্চপল্লি রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটলেও, ওই বৃদ্ধার দেহের অংশ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খালতিপুর স্টেশন সংলগ্ন এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেলপুলিশ।


মৃত বৃদ্ধার নাম ঝাপানি মণ্ডল (৯০)। বাড়ি ইংরেজবাজার পুরসভার মালঞ্চপল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়ের সঙ্গে দেখা করে রেললাইন টপকে বাড়ি ফিরছিলেন ওই বৃদ্ধা। সেই সময় একটি যাত্রীবাহী ট্রেন তাঁকে ধাক্কা মারে। তাঁর শরীরের বেশিরভাগ অংশ ট্রেনে আটকে যায়। বাকি অংশ ঘটনাস্থলে ছিটকে পড়ে। ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে খালতিপুর স্টেশনে ওই বৃদ্ধার দেহ দেখতে পাওয়া যায়। পরে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনায় বেশ কিছুক্ষণ ওই রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page