top of page

চাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল পুরকর্মী

রিলিফের চাল পাচার করতে গিয়ে পুরকর্মীকে হাতেনাতে ধরল প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান পুর বোর্ডের সদস্য বৈশিষ্ট্য ত্রিবেদী। উদ্ধার হওয়া চাল সহ পুরকর্মীকে আটক করে থানায় নিয়ে যায় মালদা থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদা পুরসভার পুরকর্মী লক্ষণ সাহা পুরসভার চালের গোডাউন থেকে দুই ভ্যান চাল নবাবগঞ্জের দিকে নিয়ে যাচ্ছিল। সেই সময় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদী চাল সমেত ভ্যানকে আটক করে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে।



ভ্যান চালকদের দাবি, চালগুলো নবাবগঞ্জের কোনও মাছ ব্যবসায়ীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। পুরসভার কর্মী লক্ষণ সাহা জানান, চালগুলো খুব খারাপ হয়ে গিয়েছিল। পোকা লেগে যাওয়ায় চালগুলোকে ঝারাই করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। পুরসভার এগজিকিউটিভ অফিসারের অনুমতি নিয়ে কাজ হচ্ছিল। যদিও এগজিকিউটিভ অফিসার জানান, বিষয়টি তাঁর জানা নেই। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া চাল সহ ওই পুরকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page