ফের কুমির আতঙ্ক মালদায়, ময়দানে নেমেছে বন দপ্তর ও পুলিশ
ফের কুমির আতঙ্ক মালদায়। মানিকচকে গঙ্গা নদীতে কুমির দেখা গিয়েছে বলে খব ছড়িয়ে পড়েছে। অনেকেই আবার দাবি করছেন, নদী ছেড়ে মাঝেমধ্যেই ঘাটে উঠে পড়ছে সেই কুমির। এই খবর চাউর হতেই মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সাধারণ মানুষকে সতর্ক করতে ময়দানে নেমে পড়েছে বন দপ্তর ও পুলিশ। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করেছেন বন দপ্তরের কর্মীরা। আতঙ্কিত হয়ে যেন কেউ কুমিরের ক্ষতি না করেন, সেই অনুরোধ করা হয়েছে বন দপ্তরের তরফে। মাইকিং করে সাধারণ মানুষকে নদী থেকে দূরে থাকার সতর্ক বার্তা দিচ্ছে মানিকচক থানার পুলিশ। কুমিরের গতিবিধি নজরে রাখতে নদীতে নজরদারি শুরু করেছে বন দপ্তর ও পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক কর
Comments