top of page

আন্তঃরাজ্য মাদক পাচার চক্র! ২০ লক্ষ টাকার ব্রাউন শুগার সহ ধৃত এক

বিহারে পাচারের আগেই ২০ লক্ষ টাকার ব্রাউন শুগার সহ এক কারবারিকে গ্রেফতার করল পুখুরিয়া থানার পুলিশ। ধৃতের আন্তঃরাজ্য পাচার চক্রের সঙ্গে যোগ রয়েছে বলে অনুমান পুলিশের। ধৃতকে জেরা করে এই চক্রের হদিশ পেতে চাইছে তদন্তকারী অফিসাররা।


মালদা জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মালদা-রতুয়া রাজ্য সড়কে ওঁত পেতে থাকে পুলিশ। অবশেষে তথ্য অনুযায়ী একটি মোটরবাইক আটক করে চলতে থাকে জিজ্ঞাসাবাদ। সন্তোষজনক উত্তর না মেলায় ওই ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন শুগারের প্যাকেট। উদ্ধার হওয়া ব্রাউন শুগার অত্যন্ত উন্নতমানের। যার আনুমানিক বাজারমূল্য ২০ লক্ষ টাকা। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম জসিম শেখ (৪৪)। বাড়ি কালিয়াচকের বামনগ্রাম এলাকায়।



প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া ব্রাউন শুগার নিয়ে বিহারে যাচ্ছিল। রতুয়ার নাককাট্টি ঘাট হয়ে ফুলহরের সেতু পেরিয়ে বিহারের আমদাবাদে যাওয়ার কথা ছিল তার। তবে উদ্ধার হওয়া ব্রাউন শুগার সে কোথা থেকে নিয়ে এসেছিল, কাকে সেই মাদক দেওয়ার কথা ছিল এখনও সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী অফিসাররা। ধৃতকে আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page