তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃত এক
তৃণমূল কর্মী খুনের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে আজ ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ মানিকচক থানার নুরপুর গ্রামপঞ্চায়েতের মধুপুর গ্রামের একটি আমবাগান থেকে তৃণমূল কর্মী আবদুল বারেকের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ শেখ মাতলাব নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের বাড়ি মানিকচক থানার শেখপুরা গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, শেখ মাতলাব আবদুলকে ৭৫ হাজার টাকা সুদে দিয়েছিল। সেই টাকা নিয়ে গণ্ডগোলের জেরেই খুন বলে অনুমান পুলিশের। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকার সন্দেহে সোমবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদনে ধৃতকে জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ পথ দুর্ঘটনায় মৃত্যু কিশোরীর, অবরোধ স্থানীয়দের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments