top of page

যোগী আদিত্যনাথকে হুমকির অভিযোগে গ্রেপ্তার মালদার এক

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে কুমন্তব্য করার অভিযোগে মালদার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেক্টর ৩৯ থানার পুলিশ। মঙ্গলবার দিল্লির নয়ডা থেকে শেখ আতাউল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সেই খবর পৌঁছতেই পরিবারের পাশাপাশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন গ্রামবাসীরাও।


রতুয়া ১ নম্বর ব্লকের সাহাপুর গ্রামের হাজিটোলার বাসিন্দা শেখ আতাউল। বাবা ওসমান গনি কৃষিকাজ করেন। কয়েক বছর আগেই প্রয়াত হয়েছেন আতাউলের মা। স্থানীয় বাসিন্দাদের দাবি, আতাউলের সামান্য মানসিক সমস্যা রয়েছে। হঠাৎ করে রেগে গিয়ে উলটো পালটা বলতে থাকেন। প্রায় পাঁচ মাস আগে আতাউল কাজের সন্ধানে দিল্লিতে যান। দিল্লির শাহিনবাগ এলাকায় থাকেন তিনি। অভিযোগ, সম্প্রতি একটি সংবাদমাধ্যমের ক্যামেরায় যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে হুমকি দিতে দেখা যায় আতাউলকে। এরপরই আতাউলকে গ্রেপ্তার করে পুলিশ।



আতাউলের বাবা ওসমান গনি জানান, ছেলে দিল্লিতে কাজ করতে গিয়েছে৷ ওখানে রিকশা কিংবা টোটো চালায়৷ ওর মাথা সবসময় ঠিক থাকে না। ছোট থেকেই ও আবোল তাবোল কথা বলে৷ গ্রামের সকলে সেটা জানে। ওখানে ওর কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিল। উত্তরে ও আবোল তাবোল বলে দিয়েছে। ওর কাছে কোনোরকম অস্ত্র নেই। ওকে ফাঁসানো হয়েছে।



আতাউলের ছেলে শেখ সাহাবুদ্দিন জানায়, গতকাল রাতে একজনের ফেসবুকের স্ট্যাটাসে ভিডিয়োটি দেখতে পাই। ওই ভিডিয়োতে দেখি, বাবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশ্যে কুমন্তব্য করেছে। বাবা এটা খুব খারাপ কাজ করে ফেলেছে। বাবার মস্তিষ্কে সমস্যা রয়েছে। সামান্য কারণেই বাবার মাথা গরম হয়ে যায়। তখন বাবা উলটো পালটা বলতে থাকে। ওখানকার পুলিশ বলছে আমরা নাকি বাংলাদেশি। আমার ঠাকুরদা, ঠাকুরদার বাবাও এখানে বসবাস করেছে। তাহলে আমরা কীভাবে বাংলাদেশি হতে পারি?


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page