মালদা টাউন স্টেশনে উদ্ধার ১০ কোটির ব্রাউন শুগার
মালদা টাউন স্টেশন থেকে উদ্ধার ১০ কোটি টাকার ব্রাউন শুগার। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের এক কারবারিকেও। উঠে এসেছে আন্তরাজ্য মাদক পাচারের তত্ত্বও। ধৃতকে পুলিশি হেপাজতের আবেদনে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত কারবারির নাম ইসমাইল শেখ (৩৯)৷ বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার অধীনস্থ চাঁদনিচক গ্রামে৷ মালদা টাউন জিআরপি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল কলকাতা এসটিএফ সূত্রে ব্রাউন শুগার পাচারের খবর পায় জিআরপি থানার পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে কাটিহার-হাওড়া এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে পৌঁছতেই হানা দেন পুলিশকর্মীরা। অসংরক্ষিত কামরায় এক ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ২ কেজি ১০০ গ্রাম ব্রাউন শুগার। উদ্ধার হওয়া ব্রাউন শুগারের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, ধৃত ব্যক্তি উদ্ধার হওয়া মাদক নাগাল্যান্ডের ডিমাপুর থেকে সংগ্রহ করেছিল৷ ফরাক্কায় সেই মাদক পৌঁছনোর কথা ছিল ধৃতের। এই আন্তরাজ্য মাদক চক্রে জড়িত খোঁজ পেতে ধৃতকে জেরা করবে জিআরপি থানার আধিকারিকরা। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments