২ লক্ষ টাকার জালনোট সহ ধৃত ঝাড়খণ্ডের কারবারি
প্রায় ২ লক্ষ টাকার জালনোট সহ ভিনরাজ্যের এক কারবারিকে গ্রেফতার করল স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতকে কালিয়াচক থানার পুলিশের মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের অফিসাররা জালালপুর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফাঁদ পাতে। তথ্য অনুযায়ী এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিতেই উদ্ধার হয় ১ লক্ষ ৯৫ হাজার টাকার জালনোট। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম রামধন সিং (৫৫)। বাড়ি ঝাড়খণ্ডের পালামৌ জেলার সিলদিয়া কালান এলাকায়৷ উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ৫০০ টাকার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, পালামৌর দুই ব্যক্তি তাকে জাল নোট সংগ্রহ করতে কালিয়াচক পাঠিয়েছিল৷ ৮০ হাজার আসল টাকার বিনিময়ে এই জাল নোট সংগ্রহ করেছিল সে৷ কারা এই জালনোট ধৃতকে সরবরাহ করেছিল, এই চক্রে আর কে কে জড়িত রয়েছে তা জানতে ধৃতকে জেরা চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commenti