মদের টাকা নিয়ে গোলমাল, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ব্যক্তির
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 29
- 1 min read
মদের আসরে বিবাদ থেকে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য বৈষ্ণবনগরে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আরও এক। গতকাল বিকেলে ঘটনাটি ঘটছে বৈষ্ণবনগরের বীরনগর এলাকায়। ইতিমধ্যে এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম প্রদীপ কর্মকার। গুরুতর আহত হয়েছে নিরঞ্জন দাস নামে আরও এক ব্যক্তি। এই ঘটনায় দেবব্রত কর্মকার নামে এক ব্যক্তি বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগে তিনি জানান, গতকাল বিকেল পাঁচটে নাগাদ প্রদীপ কর্মকার ও নিরঞ্জন দাস নামে দুই ব্যক্তির ওপর গুলি চালায় নিমাই ঘোষ, বাপি ঘোষ, সুজয় ঘোষ, গোপাল ঘোষ ও গৌরাঙ্গ ঘোষ। সেই ঘটনায় প্রদীপ কর্মকারের মৃত্যু হয়। নিরঞ্জন দাস এখনও চিকিৎসাধীন।

জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার তদন্তে উঠে আসে প্রদীপ কর্মকার সহ পাঁচজন নিরঞ্জন দাসের বাড়িতে মদ্যপান করতে গিয়েছিল। সেখানে মদের টাকা নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। নিমাই ঘোষ সেখান থেকে বেড়িয়ে পাণ্ডব ঘোষ নামে এক ব্যক্তির থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে কিছু সময় পর সেখানে আবার ফিরে যায়। আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের হুমকি দিতে থাকে সে। এক সময় সে গুলি চালিয়ে দেয়। এই ঘটনায় নিমাই ঘোষ ও পাণ্ডব ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments