প্রধানের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ বিরোধীদের
মানিকচকের চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের বিরুদ্ধে টেন্ডারে কারচুপির অভিযোগ তুলে ব্লক ও জেলা প্রশাসনকে লিখিত অভিযোগ পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ বিরোধী সদস্যদের। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান।
চৌকি মিরদাদপুর পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ সদস্যদের অভিযোগ, বিরোধীদের অন্ধকারে রেখে ৩৬ লক্ষ টাকার টেন্ডার করানো হয়েছে। পঞ্চায়েত প্রধান মো: আনোয়ার আলি সহ অন্যান্যরা এই দুর্নীতিতে জড়িয়ে রয়েছেন। এনিয়ে আজ পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিপ্লব সাহা সহ বিরোধী সদস্যরা একত্রিতভাবে মানিকচকের বিডিও শ্যামল মণ্ডলকে লিখিত অভিযোগ জানান।
বিপ্লববাবু জানান, পঞ্চায়েত প্রধান কাটমানির জন্য গোপনভাবে এই টেন্ডার করেছে। টেন্ডারে যে সমস্ত এলাকার কাজ ধরা হয়েছে সেই সমস্ত এলাকা তৃণমূলের জয়ী সদস্যদেরই। যদিও বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান মো: আনোয়ার আলি। তাঁর দাবি, সমস্ত সরকারি নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। পুরো প্রক্রিয়া অনলাইনে হওয়ায় এখানে কারচুপির কোনো প্রশ্ন নেই।
Comments