top of page

পুলিশের অভিযানে ৪৪০ কেজি বাজি বাজেয়াপ্ত জেলায়

করোনা আবহে বাজি নিষিদ্ধ করেছে কলকাতা হাইকোর্ট। তার পরেও জেলায় আতসবাজি ও শব্দবাজি বিক্রি চলছে। আজ জেলা জুড়ে ৪৪০ কেজি আতসবাজি ও শব্দবাজি বাজেয়াপ্ত করেছে মালদা জেলা পুলিশ। উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ ১৫ হাজার টাকা। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে।


Over 440 kg firecrackers seized in Malda
বামনগোলা থানায় নিষিদ্ধ বাজি সহ ধৃত ব্যক্তি

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রতুয়া থানার পুলিশ ১১৫ কেজি (আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১৬ হাজার টাকা), মালদা থানার পুলিশ ১১০ কেজি (আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫ হাজার টাকা), মোথাবাড়ি থানার পুলিশ ৬০ কেজি (আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকা), ইংরেজবাজার থানার পুলিশ ৫০ কেজি (আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা), হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ১৫ কেজি (আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা), বামনগোলা থানার পুলিশ ২৫ কেজি (আনুমানিক বাজার মূল্য ৫৫ হাজার টাকা), কালিয়াচক থানার পুলিশ ১০ কেজি (আনুমানিক বাজার মূল্য ২০ হাজার টাকা), মানিকচক থানার পুলিশ ৫০ কেজি (আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা) ও ভূতনি থানার পুলিশ ৫ কেজি (আনুমানিক বাজারমূল্য ৪ হাজার টাকা) আতসবাজি ও শব্দবাজি বাজেয়াপ্ত করেছে। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন বিক্রেতাকে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জেলা আদালতে পেশ করা হয়েছে।



পুলিশসুপার জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশ বজায় রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে। আগামী দিনেও এধরণের অভিযান চলবে।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page