নেশার ইনজেকশন দিয়ে যুবতিকে রাতভর গণধর্ষণের অভিযোগ
ঘুরতে এসে গণধর্ষণের শিকার হলেন এক যুবতি। নির্যাতিতা যুবতি বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলায়।
জানা গিয়েছে, গুয়াহাটির লঙ্কা এলাকা থেকে বামনগোলায় বেড়াতে এসেছিলেন ২০ বছরের ওই যুবতি। অভিযোগ, স্থানীয় কিছু যুবক নিত্য বিশ্বাস, বিকাশ বিশ্বাস সহ কয়েকজন যুবক পাকুয়াহাটে ঘুরতে যাওয়ার নাম করে মঙ্গলবার সকালে ওই যুবতিকে তুলে নিয়ে যায়। এরপর থেকে ওই যুবতির আর খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে ওই যুবতিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়।
যুবতির পরিবারের অভিযোগ, নিত্য, বিকাশ সহ স্থানীয় কয়েকজন যুবক যুবতিকে তুলে নিয়ে যায়। নেশাজাতীয় ইনজেকশন দিয়ে রাতভর ওই যুবতিকে গণধর্ষণ করা হয়। আজ সকালে তাঁকে মালদা মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে। ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে বামনগোলা থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments