top of page

বৃষ্টিতে জলে ভেসে গেল ধান, কোটি টাকার ক্ষতি

প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত পড়েছে পুরাতন মালদার বিস্তীর্ণ এলাকার চাষিদের৷ প্রবল বৃষ্টির জলে ভেসে গিয়েছে জমিতে রাখা কাটা ধান৷ ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি চাষিদের। অবিলম্বে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন তাঁরা।




পুরাতন মালদা ব্লকের প্রতিটি গ্রামপঞ্চায়েত এলাকাতেই বোরোধানের চাষ হয়৷ বিশেষ করে মহিষবাথানি, যাত্রাডাঙা, সাহাপুর গ্রামপঞ্চায়েত এলাকায় এই চাষ বেশি হয়৷ ইয়শের প্রভাবে গতকাল সারা দিন ধরে দফায় দফায় বৃষ্টিপাতের জেরে জলমগ্ন দুই পুরসভা। বাদ যায়নি ব্লকগুলিও। পুরাতন মালদার বেশিরভাগ জমিই জলের তলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ধান কাটতে শুরু করেছিলেন চাষিরা। কিন্তু সময়ের অভাবে সেই ধান মাঠেই থেকে যায়। সারাদিনের বৃষ্টিতে জলে ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে সমস্ত ধান। চাষিদের দাবি, অন্ততপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে তাঁদের। অবিলম্বে সরকারি সাহায্যের দাবিও তুলেছেন তাঁরা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page