top of page

আমফান বিধ্বস্তদের আর্থিক সাহায্য পাকুয়াহাট ডিগ্রি কলেজের

রাজ্য সরকারের জরুরি ত্রাণ তহবিলে এক লক্ষ দুই হাজার টাকার চেক তুলে দিল পাকুয়াহাট ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।

সুপার সাইক্লোন আমফানের প্রভাবে বাংলার একাধিক জেলা ব্যাপক ক্ষতিগ্রস্ত। নবান্ন থেকে জানান হয়েছে, এই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণার। ভেঙে পড়ছে ঘরবাড়ি, ব্রিজ, রাস্তাঘাট। সোমবার বিধ্বংসী আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য এবং করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিতে জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে ৫১ হাজার টাকার দু’টি চেক তুলে দেওয়া হয়।


Pakuahat Degree College helps Amphan victims
জেলাশাসকের হাতে ৫১ হাজার টাকার দু’টি চেক তুলে দিল পাকুয়াহাট ডিগ্রি কলেজ

এদিন দুপুরে জেলাশাসকের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, পাকুয়াহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরেশনাথ দাস, বিশ্ববিদ্যালয় নমিনি অচিন্ত্যকুমার ব্যানার্জি, হিসাব নিরীক্ষক গৌরাঙ্গ মণ্ডল, পাকুয়াহাট ডিগ্রি কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা মালদা জেলাপরিষদের সদস্য স্বপন মিশ্র।


মালদা জেলাপরিষদের সদস্য স্বপন মিশ্র বলেন, করোনাভাইরাসের আতঙ্কে এমনিতেই সংকটে গোটা রাজ্য। তার ওপরে বিধ্বংসী আমফান ঝড়ে বিপর্যস্ত রাজ্যের বেশ কয়েকটি জেলা। তাই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এদিন ৫১ হাজার টাকার দু’টি চেক মালদা জেলাশাসকের হাতে দেওয়া হয়।




টপিকঃ #পাকুয়াহাটডিগ্রিকলেজ

תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page