পঞ্চায়েতের প্রার্থী নিয়ে ঝামেলার ভিডিয়ো প্রকাশ্যে, অস্বস্তিতে শাসকদল
পঞ্চায়েত ভোট ঘোষণা না হতেই প্রার্থী পদ নিয়ে প্রকাশ্যে ঝামেলা দেখা দিয়েছে তৃণমূলে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হলেও ঘটনা মানতে নারাজ শাসকদল। একের পর এক গোষ্ঠী কোন্দলের ঘটনায় শাসকদল যে ব্যাকফুটে যাচ্ছে তা মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।
হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রামপঞ্চায়েতের থানাপাড়া বুথে গতকাল রাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের বৈঠক ছিল। জানা গিয়েছে, বৈঠকে প্রার্থী হিসাবে বর্তমান পঞ্চায়েত সদস্য বাসন্তী দাস ও দলের ব্লক সহ সভাপতি সাগর দাসের নাম উঠে আসে৷ এরপরেই সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়৷ হাতাহাতি ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়ে দুই পক্ষ৷
অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা জানান,
মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য গ্রামবাসীরা সবাই একজোট হয়েছে৷ তারা একজনের নাম প্রস্তাব করছে৷ প্রার্থী হিসাবে আরও নাম উঠে এসেছে৷ এখন দল বড়ো হয়েছে৷ কর্মীও বেড়েছে৷ ফলে প্রার্থী হওয়ার দাবিদার একাধিক থাকতে পারে৷
তিনি আরও বলেন, সমস্ত নাম ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে পাঠাব৷ এখানে কোনও ধস্তাধস্তির ঘটনা ঘটেনি। বুথের ১৫০০ ভোটারের মধ্যে ১০০০ জন বৈঠকে উপস্থিত ছিলেন। ফলে আমাদের জয় নিশ্চিত। তা নিয়েই একটু উল্লাস হয়েছে৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ความคิดเห็น