জোট বেঁধে কংগ্রেসি প্রধানকে অপসারণ বিরোধীদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 16, 2022
- 1 min read
পুর নির্বাচন আবহে রাজ্যজুড়ে তৃণমূল-বিজেপির বিরোধের মধ্যে অন্য ছবি চাঁচলে। দুই দল হাত মিলিয়ে চাঁচল-১ ব্লকের কংগ্রেস পরিচালিত মহানন্দাপুর গ্রামপঞ্চায়েতের প্রধানকে অপসারণ করল।
উল্লেখ্য, গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১৫ আসনের মহানন্দাপুর গ্রামপঞ্চায়েতে ৩টি আসন পেয়েছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল ২টি, সিপিআইএম পেয়েছিল ২টি, কংগ্রেস ৭টি ও একটি আসনে নির্দল জয়ী হয়েছিল। প্রধান হন কংগ্রেসের গোপাল চৌধুরি ও উপপ্রধান হন নির্দলের মহবুল হক। কিছুদিন আগে প্রধানের অপসারণের জন্য বিরোধীদের সঙ্গে জোট করে অনাস্থা আনে তৃণমূল। আজ তলবি সভায় অপসারিত হন কংগ্রেসি প্রধান।
উপপ্রধান ও অন্যান্য পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, প্রধান একনায়কতন্ত্র প্রয়োগ করে পঞ্চায়েত পরিচালনা করছিলেন। সদস্যদের অন্ধকারে রেখে কাজ করছিলেন। গত তিনবছরে এলাকায় কোনো উন্নয়ন ঘটেনি। তাই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কংগ্রেসের অপসারিত প্রধান গোপাল চৌধুরি।
[ আরও খবরঃ দলীয় গোঁজ প্রার্থীদের কড়া বার্তা ফিরহাদের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários