হঠাৎ হঠাৎ বাড়িতে আগুন, আতঙ্কে বাড়ি ছাড়া চার পরিবার
অবাক করা ঘটনা। হঠাৎই নাকি আগুন জ্বলে উঠছে। পুড়ে যাচ্ছে ঘরের বিভিন্ন সামগ্রী। এমনই অবাক করা ঘটনায় আতঙ্কে ঘর ছেড়েছে চারটি পরিবার। আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যেও। ভূতের গুজবে ভয়ে রাত জাগতে শুরু করেছেন অনেকেই। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের। খবর পেয়ে দ্রুত ওই গ্রামে যাওয়ার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখা।
গ্রামবাসীদের দাবি, টানা চার-পাঁচদিন ধরে এই ঘটনা ঘটছে৷ কখনও কারও বাড়ির চালা, কখনও বা ঘরের ভিতর আচমকা দপ করে আগুন জ্বলে উঠছে৷ স্থানীয় বাসিন্দারা অনুমান করেছিলেন, হয়তো কেউ বা কারা এসব ঘটাচ্ছে। কিন্তু এমন ঘটনার পেছনে কারও হাত না পেয়ে আতঙ্কিত হতে শুরু করেছেন গ্রামবাসীরা। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জিয়ারুল ইসলাম, সাদিকুল ইসলাম, মহম্মদ নুহু ও সইবুর রহমানের বাড়ি৷ আতঙ্কে চারটি পরিবারই এখন ঘরছাড়া৷
সইবুর রহমান জানান, হঠাৎ করেই আগুন লেগে যাচ্ছে৷ কখনও বিছানায়, কখনও বন্ধ বাক্সের ভিতর, কখনও বা শো-কেসের ভিতর৷ খড়ের পালাতেও আগুন লেগে যাচ্ছে৷ শনিবার থেকে এই ঘটনা শুরু হয়েছে৷ প্রতিদিন আট-দশ বার এমন ঘটনা ঘটছে। চারটি পরিবারেই এই ঘটনা ঘটছে৷ আতঙ্কে আমরা ঘর ছেড়ে দিয়েছি।

হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস পাল জানান, ঘটনার খবর পেয়ে গতকাল এক আধিকারিককে ওই গ্রামে পাঠিয়েছিলাম৷ তিনি ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট দিয়েছেন৷ সেখানে কোনও গ্যাস কিংবা দাহ্য পদার্থের সন্ধান মেলেনি৷ কোনও গন্ধও পাওয়া যায়নি৷ আমরা বিষয়টি খতিয়ে দেখছি৷
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলার সম্পাদক সুনীল দাস জানান, সাধারণত মিথেন বা লিথিয়াম গ্যাসের উপস্থিতিতে এমন ঘটনা ঘটতে পারে৷ ওই এলাকায় এই দুই গ্যাসের কোনও উৎস রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে৷ যে চারটি বাড়িতে এই ঘটনা ঘটেছে, তারা আত্মীয় বলে শুনতে পেয়েছি৷ সেক্ষেত্রে এই ঘটনার পিছনে কারও কোনও উদ্দেশ্য রয়েছে বলেই আমাদের অনুমান৷ তবে এনিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios