যোগীর সভার আগে তৃণমূলে যোগদান পুরোহিতদের একাংশের
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মালদায় সভার ঠিক আগে পুরোহিত সমাজের একাংশ যোগদান করল তৃণমূলে।
মালদা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি প্রসেনজিত দাসের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন যোগদানকারীরা। মালদা শহরের কালীতলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি সহ অন্যান্যরা।
প্রসেনজিত জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তৃতীয়বারের জন্য নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে দিদিকে দেখতে চেয়ে আজ পুরোহিতদের একাংশ তৃণমূল কংগ্রেসে যোগদান করল। পুরোহিতদের সাম্মানিক ভাতার ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলে পুরোহিত সমাজের জন্য আরও কিছু করতে চান নেত্রী।
তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান, যোগী আদিত্যনাথ নিজেকে স্বামী বিবেকানন্দ ভাবেন। বিবেকানন্দ যুব সমাজকে নতুন দিশা দেখিয়েছেন। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি ভাবেন তিনি স্বামী বিবেকানন্দের সমতুল্য, তাহলে খুব ভুল করছেন।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments