top of page

বুলবুলচণ্ডীতে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচণ্ডী মনসাতলা এলাকায়।


সূত্রে জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি মালদা থেকে নালাগোলা যাচ্ছিল। হঠাৎ রাজ্য সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার নিচে নেমে একটি গাছে ধাক্কা মারে। এই ঘটনায় শিশু-মহিলা সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে ভরতি করেন। গুরুতর আহতদের মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হচ্ছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Opmerkingen


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page