top of page

বেহাল রাস্তার পাশে পথশ্রী বোর্ড, ক্ষোভ বাসিন্দাদের

রাস্তার পাশে সরকারের পথশ্রী অভিযানের বোর্ড, অথচ বেহাল রাস্তা দিয়েই রোজ যাতায়াত করতে হচ্ছে নিত্য যাত্রীদের। পঞ্চায়েত নির্বাচনের আগে এনিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।


Pathashree-board-next-to-bad-road-anger-residents
এই রাস্তাকে ঘিরে এলাকায় বাড়ছে ক্ষোভ। সংবাদচিত্র।

চাঁচল-১ নম্বর ব্লকের ভগবানপুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত চারালু গ্রাম থেকে জোরচণ্ডী গ্রাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তায় বড়ো বড়ো গর্ত দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে প্রতিদিনই ওই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে শেরবাবর, নয়নপুর, গৌরীপুর, ধঞ্জনা, জোরচণ্ডী সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েত এবং প্রশাসনকে বারবার জানানোর পর ব্লক দফতরের তত্ত্বাবধানে আট মাস আগে গ্রামে ঢোকার রাস্তায় বসানো হয় পথশ্রী প্রকল্পের ফলক। কিন্তু এখনও কোনও কাজ হয়নি।


রাস্তার কাজ না করে পুরো টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আসন্ন নির্বাচনের আগে রাস্তা না হলে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

শাসকদল তৃণমূলকে এনিয়ে আক্রমণ করেছে বিজেপি ও কংগ্রেস। যদিও পালটা আক্রমণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূলের।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page