সিল সরকারি হাসপাতালের পিপিপি মডেলের প্যাথলজি ল্যাব
সরকারি হাসপাতাল চত্বরে চলতে থাকা পিপিপি মডেলের প্যাথলজি ল্যাবে বেআইনিভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠছিল। অভিযোগের ভিত্তিতে হানা দিয়ে ল্যাব সিল করল ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিম। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চিকিৎসা পরিসেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। জেলা প্রশাসনের তরফে বিকল্প ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনাটি কালিয়াচক ১ ব্লকের সিলামপুর গ্রামীণ হাসপাতালের।
এলাকাবাসীর চিকিৎসা পরিসেবা উন্নত করতে সিলামপুর গ্রামীণ হাসপাতাল চত্বরেই পিপিপি মডেলে প্যাথলজি ল্যাব খোলা হয়েছিল। এই ল্যাবে পরীক্ষার জন্য রোগীদের অর্ধেক টাকা দিতে হত, বাকি টাকা মেটাত সরকার। বেশ কিছুদিন ধরে ওই ল্যাবে বেআইনিভাবে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠছিল। শুধু তাই নয়, ল্যাবের কার্যকলাপ নিয়েও অভিযোগ তুলছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে অভিযোগের ভিত্তিতে আজ ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিমের এক প্রতিনিধি দল ওই ল্যাবে হানা দেয়।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানান, আজ ডিস্ট্রিক্ট সার্ভেল্যান্স টিম ভিজিটে এসেছিল৷ এটি প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ ল্যাব৷ এদের দায়িত্ব একটু আলাদা৷ পরিদর্শনে দেখা যায় ল্যাব কর্তৃপক্ষ সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। তাই ল্যাবটি সিল করা হচ্ছে৷ পরবর্তীতে ল্যাব কর্তৃপক্ষ নিজেদের বক্তব্য জানাবে৷ এলাকার মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই বিষয়টি আমরা দেখছি৷ বিশেষ করে গর্ভবতীদের সার্ভিস যাতে একদিনের জন্যও ব্যহত না হল তার ব্যবস্থা আজই করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários