top of page

মেডিকেল কলেজের ৬ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

মেডিকেল কলেজের বহির্বিভাগের ছয়তলা থেকে পড়ে মৃত্যু রোগীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেডিকেল কলেজ চত্বরে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


মৃত যুবতির নাম সায়েরা খাতুন (২৬)। বাড়ি রতুয়ার গোবিন্দপুরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ সকালে মেডিকেল কলেজের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন সায়েরা। সঙ্গে ছিলেন তাঁর দাদা মুখলেসুর রহমান। তাঁর দাদার দাবি, বহির্বিভাগের টিকিট করার জন্য তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। টিকিট করার পর বোনকে দেখতে পাচ্ছিলেন না তিনি। এরপরেই হইচই শুনে বহির্বিভাগের বাইরে গিয়ে বোনের দেহ দেখতে পান তিনি।


দাদা মুখলেসুর জানান, তাঁর বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ তিনি বোনকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলেন। রাস্তায় আসার সময় বোন বমিও করেছিল। তিনি টিকিট কাটতে যাওয়ার পর কীভাবে এই ঘটনা ঘটল তা তিনি বুঝে উঠতে পারছেন না।



মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বমি করতে গিয়ে দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page