জলাশয় থেকে উদ্ধার নিখোঁজ রোগীর মৃতদেহ
হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার ১৪ দিনের মাথায় জলাশয় থেকে উদ্ধার হল রোগীর পচাগলা মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বামনগোলায়।
মৃত ব্যক্তির নাম সুকান্ত টুডু (৩২)। বাড়ি বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রামপঞ্চায়েতের দক্ষিণ নয়াপাড়া এলাকায়। আজ বিকেলে বামনগোলার মাহাতো মোড় এলাকার একটি জলাশয় থেকে সুকান্ত টুডুর পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বামনগোলা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।
মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৪ দিন আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বামনগোলা মুদিপুকুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুকান্ত। হাসপাতালে ভর্তির পরেরদিনই রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে যান তিনি। পরিবারের পক্ষ থেকে বামনগোলা থানায় মিসিং ডায়ারি করা হয়। আজ বিকেলে মাহাতোপাড়া এলাকার একটি জলাশয় থেকে ওই ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়।
রহস্যজনকভাবে নিখোঁজ এবং পরে পচাগলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments