top of page

হাসপাতাল চত্বর থেকে রোগী নিখোঁজ, চাঞ্চল্য

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।


নিখোঁজ রোগীর নাম সুচিত্রা হালদার (৭০)। বাড়ি পুরাতন মালদার বালা সাহাপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার শ্বাসকষ্ট নিয়ে সুচিত্রাদেবীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মঙ্গলবার ছুটি দেওয়া হয় তাঁকে। বাড়ি যাওয়ার পথে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে থাকা একটি বটগাছের নিচে ওই বৃদ্ধাকে বসিয়ে রেখে ওষুধ আনতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। ওষুধ নিয়ে আনার পর থেকে আর সুচিত্রাদেবীকে দেখা যায়নি। পরিবারের আশঙ্কা কেউ হয়তো সুচিত্রাদেবীকে নিয়ে গিয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page