পা ধরে বিধায়কের কাছে পাকা রাস্তার আবেদন, বিতর্ক
রাস্তা খারাপ থাকায় মেলেনি অ্যাম্বুলেন্স কিংবা গাড়ি। খাটিয়া করে দৌড়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও বাঁচানো যায়নি গৃহবধূকে। সেই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়েছিল রাজ্য জুড়ে। আজ ওই এলাকায় যেতেই বিধায়কের পা ধরে রাস্তার জন্য আবেদন করলেন গ্রামবাসীরা।
যদিও মালতিপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সির দাবি, পা ধরে কেউ রাস্তার জন্য আবেদন করেননি। ওই এলাকার মানুষের সংস্কার এলাকায় বাইরে থেকে কোনো সম্মাননীয় ব্যক্তিত্ব এলে তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন। আগামী তিন মাসের মধ্যে রাস্তা না হলে তৃণমূলের কোনো প্রার্থী কিংবা কর্মী আগামী লোকসভা নির্বাচনে ভোট চাইতে আসবে না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários